
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনসহ নানা সামাজিক অবক্ষয় প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব এর উদ্যোগে বুধবার (২৮ মে) সকালে উপজেলার আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল উদ্দিন।
মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু এবং সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক আহাম্মেদ।
সভায় সৈয়দ আহাম্মদ লাভলু বলেন, “বর্তমানে নারী শিক্ষার অন্যতম প্রধান বাধা হলো বাল্যবিবাহ। এ সমস্যা প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে সচেতন হতে হবে। কোনো শিক্ষার্থীকে অপ্রাপ্ত বয়সে বিয়েতে বাধ্য করা হলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন।

এছাড়া কলেজ ক্যাম্পাসের আশেপাশে বহিরাগত বা বখাটে কেউ ঘোরাফেরা করলে সেটিও প্রশাসনকে জানাতে হবে, প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।”
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, “নারী নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে।”
তিনি বলেন, “বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি সামগ্রিকভাবে সমাজের উন্নয়নের পথে বড় বাঁধা। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হলে অভিভাবক, শিক্ষক এবং প্রশাসনের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন।
তিনি আরও বলেন, সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এসব সমস্যা প্রতিরোধ করা সম্ভব। কোনো শিক্ষার্থী যেন নিপীড়নের শিকার না হয়, তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।”
সভায়, কলেজের সহকারী অধ্যাপক আবদুল কুদ্দুস, মো. জয়দল হোসেন, প্রভাষক খালেকুর রহমান, প্রবাল কুমার দে, পারভীন আক্তার, মোহাম্মদ সফিউল্যাহ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী মো. রুবেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ঈমাম হোসেন, সদস্য মো. বাছির উদ্দিন, মো. সোহেল ইসলামসহ কলেজের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।