আমদানিকৃত পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্ক স্থগিত করেছে নিউইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য আদালত। বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও ব্যবসা প্রতিষ্ঠানের করা অভিযোগের ভিত্তিতে বুধবার শুনানি হয় নিউইয়র্কের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডে। মার্কিন প্রেসিডেন্ট এখতিয়ার বর্হিভূত আচরণ করেছেন এমন মন্তব্য করেন বিচারকেরা যদিও কিছুক্ষণের মধ্যেই আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন ট্রাম্প প্রশাসন।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই একগুচ্ছ র্নিবাহি আদেশ ও একের পর বিতর্কিত সিদ্ধান্ত ; ট্রাম্পের এসব পদক্ষেপের সিংহভাগ ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত । গেল মাসের শুরুতে বাণিজ্য ঘাটতির অজুহাতে প্রায় সব দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এরই প্রেক্ষিতে শুল্কারোপের এই সিদ্ধান্ত তার এখতিয়ারে পড়ে না বলে জানান আন্তর্জাতিক আদালতের বিচারকেরা। তিন বিচারকের প্যানেলে বলা হয়, র্নিবাহি ক্ষমতাবলে যা ইচ্ছা করতে পারেন না ট্রাম্প প্রশাসন।
দা কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডের তথ্য অনুযায়ী, অন্য দেশের সাথে বাণিজ্যের বিষয়টি তত্ত্বাবধানে কংগ্রেসকে বিশেষ ক্ষমতা দেয় মার্কিন সংবিধান যা র্নিবাহি ক্ষমতাবলে উপেক্ষা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। তবে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন ট্রাম্প প্রশাসন। আপিল নোটিশে উল্টো এই ইস্যুতে আদালতের এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলে ফেডারেল আদালত।

সূত্র : Jamuna – i desk