সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল সম্মত হয়েছে। তবে হামাস এখনো এ প্রস্তাবে সাড়া দেয়নি।

ট্রাম্প বলেন, কাতার ও মিসর এই চুক্তি বাস্তবায়নে কাজ করবে। তার বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে কয়েক মাস ধরে আলোচনার পর প্রস্তাবটি চূড়ান্ত হয়। ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছাড়ার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

সিএনএন জানিয়েছে, কাতার মঙ্গলবার ইসরায়েল ও হামাসের কাছে প্রস্তাব জমা দেয়। নেতানিয়াহুর সঙ্গে আসন্ন বৈঠকে ট্রাম্প এই ইস্যুতে “দৃঢ়” অবস্থান নেবেন বলেও জানান।

হামাস স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে অনড় থাকলেও সূত্র জানিয়েছে, তারা কিছু নমনীয়তা দেখাতে পারে। ইসরায়েলের মতে, হামাস এখনো পুরোপুরি পরাজিত হয়নি, তবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

চুক্তি কার্যকর করতে হলে হামাসের সম্মতিই এখন মূল চ্যালেঞ্জ।
CNN