
উত্তর গাজার একমাত্র সচল হাসপাতাল আল আওদা যে কোনো মুহূর্তে বড় ধরনের ইসরায়েলি হামলার শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গেল কয়েকদিন ধরে হাসপাতালের আশপাশের এলাকায় টানা বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী, যার ফলে হাসপাতালে ভীতিকর ও আতঙ্কজনক পরিবেশ বিরাজ করছে।
সূত্র জানায়, ইসরায়েলি সেনারা হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে। তবে ব্যাপক হামলায় হাসপাতালটি কার্যত অচল হয়ে পড়েছে। হাসপাতালের ভেতরে এখনও বহু রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আটকে আছেন। ক্ষতিগ্রস্ত সড়ক ও রাস্তাঘাট চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ায় যন্ত্রপাতি বা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াও সম্ভব হচ্ছে না।
চিকিৎসা সেবার অভাবে বহু রোগীর জীবন হুমকির মুখে পড়েছে। হাসপাতালের ভেতরে পানির স্বল্পতা ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। একজন প্রত্যক্ষদর্শী স্বাস্থ্যকর্মী জানান, “আমরা বাঁচার জন্য লড়ছি, কিন্তু এখানে প্রতিটি মুহূর্ত মৃত্যুর সঙ্গে লড়াইয়ের মতো।”
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো হাসপাতালের ওপর হামলা বন্ধ এবং আটকে পড়া রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।
সূত্র – Jamuna – i desk