ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক খুদে বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানায়, এই আটজনের গ্রেপ্তারের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়েছে।

গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে হামলাকারীরা ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ হত্যাকাণ্ড ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য ও হত্যার পেছনের মূল উদ্দেশ্য সম্পর্কে ডিবি শিগগিরই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে বলে জানা যায়।