
আশরাফুল ইসলাম : ঢাকার ধামরাইয়ের ১৬ টি ইউনিয়নে বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবে ক্রীড়া সামগ্রী ও মেন্টর সম্মাননা প্রদান করেছেন সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এসডিআই) ।
সোমবার (২৬ মে) উপজেলার সুতিপাড়া ইউনিয়নের এফটিসি সেন্টারে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ (এসডিআই) এর আয়োজনে ক্রীড়া সামগ্রী ও মেন্টর সম্মাননা প্রদান করা হয়।
এ সময় ১৬ ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের ১৫জনকে মেন্টর সম্মাননা ও ২৪ ক্লাবে ১ লক্ষ ৩৫ হাজার টাকার ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়। এছাড়া এসডিআইয়ের আরএমটিপি প্রকল্পের আওতায় পাঁচ লক্ষ টাকা অনুদানে নির্মিত উপজেলার বাটুলিয়া বাসস্ট্যান্ডে ‘আশরাফুল নিরাপদ মাংস বিতান’ নামে আধুনিক মিট প্রসেসিং প্লান্টের উদ্ধোধন করা হয়।
অনুষ্ঠানে এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক।
বিশেষ অতিথি ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম,এসডিআইয়ের জোনার ম্যানেজার অভিজিৎ কুমার দেবনাথ, আঞ্চলিক ব্যবস্থাপক হারুন আর রশিদ প্রমূখ।