
রাজধানীর মিরপুরে দিনের আলোয় প্রকাশ্যে গুলি চালিয়ে মাহমুদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর স্টেডিয়ামের পাশের আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে। আহত মাহমুদুল জানান, তিনি বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে একটি মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার পথে ছয়জন দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করে।
দুর্বৃত্তরা প্রথমে তার কাছে টাকা দাবি করে, পরে টাকা না দিলে তাকে কোমরের বাম পাশে গুলি করে এবং সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয় লোকজন আহত অবস্থায় মাহমুদুলকে উদ্ধার করে প্রথমে কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।