
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাবাকে দুপুরের খাবার খাইয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হয়েছে আমির হোসেন (১৪) নামে এক কিশোর।
বুধবার (২৮ মে) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আমির স্থানীয় লিয়াকতগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাওরে কাজ করছিলেন আমিরের বাবা ফজলু মিয়া। দুপুরে আমির তার বাবার জন্য ভাত নিয়ে যায় এবং খাইয়ে দিয়ে বাড়ি ফিরছিল। পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে মাঠের সবুজ ঘাসের ওপর পড়ে থাকা মরদেহ, ছড়িয়ে থাকা থালা-বাসন, পানির জগ ও গ্লাস দেখে লোকজন ঘটনা জানতে পারে।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই কিশোরটির মৃত্যু হয়।
আমিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লিয়াকতগঞ্জ উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ বেগম হাসিনা মমতাজ বলেন, “তার এমন করুণ মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে।”