রাকিবুল ইসলাম, সাভার প্রতিনিধি : সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে গলায় ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাতে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর আনুমানিক বয়স ৩০ বছর।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন,

খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। অজ্ঞাত কেউ তাকে অর্ধনগ্ন অবস্থায় খুন করে পালিয়ে গেছে। তাকে যৌন নির্যাতন করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ আগস্ট রাতে একই স্থানে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। সেই হত্যার রহস্য এখনও উদ্ঘাটন হয়নি।

একই স্থানে একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, কমিউনিটি সেন্টারটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রাতে এটি হয়ে ওঠে অসামাজিক কর্মকাণ্ডের আখড়া। তাদের দাবি,

এ ভবনটা যেন আর খোলা না থাকে—পুরোপুরি সিলগালা করে দেওয়া হোক, যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে।

স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন এই ভয়ঙ্কর জায়গাটি আর কোনো মৃত্যুর কবরস্থানে পরিণত না হয়।