
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইলন মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবা স্টারলিংক। ২০ মে ২০২৫ তারিখে চালু হওয়া এই সেবা দেশের ইন্টারনেট খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
স্টারলিংক বর্তমানে দুটি প্যাকেজ অফার করছে: ‘স্টারলিংক রেসিডেন্স’ এবং ‘রেসিডেন্স লাইট’। প্রথমটির মাসিক খরচ ৬,০০০ টাকা এবং দ্বিতীয়টির ৪,২০০ টাকা। উভয় প্যাকেজেই ৪৭,০০০ টাকা এককালীন খরচে সেটআপ কিট (অ্যান্টেনা, রাউটার ইত্যাদি) কিনতে হবে। এই সেবায় ব্যবহারকারীরা ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সেবার উদ্বোধনে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, “স্টারলিংকের উচ্চগতির, নিম্ন-বিলম্বিত ইন্টারনেট সেবা এখন বাংলাদেশে উপলব্ধ।”
এই সেবা বিশেষভাবে উপকারী হবে দেশের দুর্গম ও ইন্টারনেট-বঞ্চিত এলাকাগুলোর জন্য, যেখানে ফাইবার অপটিক বা ব্রডব্যান্ড সংযোগ এখনো পৌঁছেনি। এছাড়া, এনজিও, উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য এটি একটি নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের বিকল্প হিসেবে কাজ করবে।
যদিও স্টারলিংকের খরচ তুলনামূলকভাবে বেশি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি টেকসই ও উচ্চমানের ইন্টারনেট সেবা প্রদান করবে। বর্তমানে দেশের যেকোনো স্থান থেকে গ্রাহকরা এই সেবার জন্য অর্ডার করতে পারবেন। এই উদ্যোগ দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।