
নিজস্ব প্রতিবেদক : “আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে।"
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের সুরের মতই সুন্দর বসন্ত বাংলার জমিনে এখন মাতিয়ে বেড়াচ্ছে। তবে পৃথিবীর সকল বাঙালি কমিউনিটির মধ্যেই বসন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে গেছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বসন্তের আনন্দ উদযাপনে থাকে ভিন্ন মাত্রা। অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির পরিচিত সংগঠন ‘ফাগুন হাওয়া ইনক অস্টেলিয়া’ প্রতি বছর বসন্ত মেলার আয়োজন করে থাকে। যদিও করোনা পরিস্থিতির কারণে এ বছর আগের মত জাঁকজমকপূর্ণভাবে ‘ফাগুন হাওয়া’ কর্তৃক বসন্ত মেলা আয়োজন করা সম্ভব হয়নি। তবুও বাঙালির প্রাণের আবেগ বলে কথা! তাই এ বছরও স্বল্প পরিসরে হলেও ‘ফাগুন হাওয়া ইনক অস্টেলিয়া’ সিডনিকে বসন্ত উদযাপন করেছে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে ‘ফাগুন হাওয়ার’ সদস্যরা ফাগুনের কেক কেটে, বাসন্তী রঙের পোশাক পড়ে আনন্দে মেতে উঠেন।
অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। যার মধ্যে দেশীয় পিঠা-পুলি ও হরেক রকম মিষ্টি ছিলো।
‘ফাগুন হাওয়া’র সভাপতি তিশা তানিয়া সংগঠনের পক্ষ থেকে বলেন, কোভিড-১৯ এর কারণে অনুষ্ঠানে আমরা সবাইকে আমন্ত্রণ করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে পরবর্তী অনুষ্ঠানে সবাইকে একসাথে করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
এ সময় সংগঠনটির সম্পাদিকা সাজেদা আক্তার সানজিদা বলেন, আমরা কমিউনিটির সবাইকে নিয়ে সম্মিলিতভাবে প্রতি বছর বসন্ত মেলা আয়োজন করার আশা করছি এবং নতুন প্রজন্মকে বাংলাদেশি ঐতিহ্যের সাথে পরিচিত করানোই আমাদের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়া’র সাবেক সভাপতি ফারুক খান, বাংলাদেশ অাওয়ামী লীগ অস্ট্রেলিয়া’র সভাপতি সিরাজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন ও এলান আলম, বি এন বি অস্টেলিয়া’র সভাপতি মনিরুল হক জর্জ, বাংলাদেশ অাওয়ামী লীগ অস্ট্রেলিয়া’র সাধারণ সম্পাদক পি এস চুন্নু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আকিদুল ইসলাম, ফাগুন হাওয়া’র সমর্থক নাজমুল হক ও মাহবুবুর রহমানসহ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকস্টাউন ওয়ার্ডের কাউন্সিলর জর্জ জাখিয়া, হিল শায়ার কাউন্সিলের ডেপুটি মেয়র রিনা জেঠি, ক্যান্টারবুরি সিটি কাউন্সিলের কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটু, টিএম এ্যালাইয়েন্সের বাহলুল আলম, সফল নারী উদ্যোগতা সুমি আজাদ, রহমতউল্লাহ, এলান খান, আবদুস সামাদ, হেমা রেজওয়ান, প্রমি, নিতু, তামমি পারভেজ, রানা, সুকান্ত, এনামুল, সুমন, ছবি, সম্পা, পূরবী, মিলি, সীমা, শারমিন, ফারজানা ডল, নাহার পলিসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করছেন হেমা রেজওয়ান, ফারিয়া প্রমি, তামমি পারভেজ, বেলায়েত এবং জাহিদ হোসেন৷
পরিশেষে ফাগুন হাওয়া’র কোষাধক্ষ্য পপি খান সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Average Rating
আরো খবর
ধামরাইয়ে দুই গ্রুপের রক্তাক্ষয়ী সংঘর্ষ-ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র
ধামরাইয়ে গাঁজা সহ ৩ যুবক আটক
আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চেয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের উঠান বৈঠক