
সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রীড়া জগতের উজ্জ্বলতম নক্ষত্র, গত এক যুগ ধরে যিনি ক্রিকেটের তিন ফরমেটেই সেরা অলরাউন্ডার,
অথচ গত বছর ২৯ অক্টোবর আইসিসির কাছ থেকে পান শাস্তি, এক বছরের নিষেধাজ্ঞা,
একজন জুয়ারির কাছ থেকে পেয়েছিলেন ম্যাচ পাতানোর প্রস্তাব,প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ও সাকিব, কিন্তু আইসিসিকে অবহত না করার কারনেই এই শাস্তি মাথা পেতে নিতে হচ্ছে সাকিবকে।
চলতি বছর ২৯ অক্টোবর সাকিব আবার ফিরতে পারবেন মাঠে, ৩৬৬ দিনে বছর, আজকে হচ্ছে সাকিব নিষিদ্ধ হবার ১৮৩ তম দিন, অর্থাৎ অর্ধ বছর।
বাকী অর্ধ বছর কেটে যাক, পৃথিবী করোনা ভাইরাসের মহামারী থেকে মুক্তি পাক, বাংলাদেশের ক্রিকেট আবার মাঠে গড়াক, সাকিব আল হাসান ব্যাটিং কিংবা বোলিংয়ে দাপটের সাথে হুংকার দিয়ে আবার লড়ুক এটাই তার সমর্থকদের আশা।
নিজস্ব প্রতিনিধি : মেহদী আহমেদ
Average Rating
আরো খবর
নতুন বছরের শুভেচ্ছা জানালেন সাকিব-জামালরা
সাকিবের ‘ভাগ্যবান দশ’ ভক্তের একজন হতে পারেন আপনিও
করোনায় প্রোটিয়াদের শ্রীলঙ্কা সফর স্থগিত