
সাভার প্রতিনিধিঃ সাভারে এক শিশুকে অপহরণের পর হত্যা করে জঙ্গলে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জসিম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে বিরুলিয়ার কাকাবর এলাকার একটি জঙ্গল থেকে মেহেদী হাসান (৬) নামে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মেহেদী হাসান একই এলাকার গোলাম কবিরের ছেলে।
সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর অপুর্ব দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় অপহরণের কথা বলে নিহতের বাবার ফোনে জসিম ফোন দিয়ে ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশ তদন্ত করে জসিমকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জসিম কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি মেহেদী হাসানের বাড়ির পাশেই ভাড়া থাকতেন।
গত ১২ অক্টোবর সকালে বাবা-মা মেহেদীকে বাসায় রেখে কাজে যাওয়ার পরে মেহেদী একটি স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বের হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার রাত ১১টার দিকে ওই এলাকার একটি জঙ্গল থেকে স্কুল ব্যাগে ভরা মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Average Rating
আরো খবর
মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৫৮
ফেনীতে বৃদ্ধের কাছ থেকে চাঁদা নেয়া এএসআই বরখাস্ত
ভৈরবে দেড় কোটি টাকার চাল ও বস্তার হদিস নেই