
মাঠে কবে লা_লীগা ফিরবে? এরকম প্রশ্নে লা_লীগার প্রসিডেন্ট জাভিয়ের তেবাস তিনটি সম্ভাব ডেট দিয়েছিলেন, ২৯ মে, ৭জুন কিংবা ২৮ জুন।
আশার আলো দেখছিলো ফুটবল ফ্যানরা তবে এই আলোতে জল ডেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী সালভাদোর ইলা,তিনি মনে করছেন এখনো স্পেন করোনা ভাইরাস কোভিট১৯ আতংক মুক্ত নয়, তাই এই গ্রীষ্মে ফুটবল মাঠে গড়াচ্ছে না।
গত রোববার কোভিট১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৮ জন, যা এই মাসের সর্বনিম্ন মৃত্যু, দেখাই যাচ্ছে মৃত্যু হার হ্রাস পাচ্ছে স্পেনে। স্পেনে এখন অবধি ২০৭৬৩৪ জন আক্রান্ত এবং মারা গেছেন ২৩,১৯০ জন।
এখন দেখার বিষয় কার কথা সত্যি হয়, জাভিয়ের তেবাসের কথা মতো ২/১ মাসের মধ্যে লা_লীগা ফুটবল লীগের খেলা মাঠে গড়ায় কিনা নাকি স্বাস্থ্যমন্ত্রী সালভাদোর ইলার কথা মতো এই গ্রীষ্মে লা_লীগার বল আর মাঠে গড়াবে না।
প্রতিনিধি : মেহদী আহমেদ
Average Rating
আরো খবর
নতুন বছরের শুভেচ্ছা জানালেন সাকিব-জামালরা
সাকিবের ‘ভাগ্যবান দশ’ ভক্তের একজন হতে পারেন আপনিও
করোনায় প্রোটিয়াদের শ্রীলঙ্কা সফর স্থগিত