
মহামারীকালে পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষার ভিত্তিতে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৩৬ দশমিক ৫৫ শতাংশ ‘এ’ গ্রেড পেয়েছেন।
উচ্চ মাধ্যমিকে অংশ নিতে নিবন্ধন করা ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর সবাই পাস করেছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন, যা শতকের হিসেবে ১১ দশমিক ৮৩ শতাংশ।
ফল বিশ্লেষণ করে দেখা যায়, উত্তীর্ণদের মধ্যে সবতেকে বেশি সংখ্যক অর্থাৎ চার লাখ ৯৯ হাজার ৭৪০ শিক্ষার্থী ‘এ’ গ্রেড পেয়েছেন। ‘এ’ গ্রেড পাওয়া শিক্ষার্থীর হার ৩৬ দশমিক ৫৫ শতাংশ।
এছাড়া ২২ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী ‘এ মাইনাস’ গ্রেড, ১৫ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী ‘বি’ গ্রেড, ১২ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী ‘সি’ গ্রেড এবং শূন্য দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী ‘ডি’ গ্রেড পেয়েছেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি জানান, উচ্চ মাধ্যমিকে ঢাকা বোর্ডে ৫৭ হাজার ৯২৬ জন, রাজশাহীতে ২৬ হাজার ৫৬৮ জন, কুমিল্লায় ৯ হাজার ৩৬৪ জন, যশোরে ১২ হাজার ৮৯২ জন, চট্টগ্রামে ১২ হাজার ১৪৩ জন, বরিশালে ৫ হাজার ৫৬৮ জন, সিলেটে ৪ হাজার ২৪২ জন, দিনাজপুরে ১৪ হাজার ৮৭১ জন, ময়মনসিংহ বোর্ডের ১০ হাজার ৪০ জন জিপিএ-৫ পেয়েছেন।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ৪ হাজার ৪৮ জন এবং কারিগরি বোর্ড থেকে চার হাজার ১৪৫ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছেন।
১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৮৩ হাজার ৩৩৮ জন ছাত্রী এবং ছাত্র ৭৮ হাজার ৪৬৯ জন ছাত্র। সেই হিসেবে উচ্চ মাধ্যমিকে ছাত্রদের থেকে ৪ হাজার ৮৬৯ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।
Average Rating
আরো খবর
ধামরাইয়ে দুই গ্রুপের রক্তাক্ষয়ী সংঘর্ষ-ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র
ধামরাইয়ে গাঁজা সহ ৩ যুবক আটক
আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চেয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের উঠান বৈঠক