
ঢাকাই সিনেমার মন্দার সময়ে বছরের শুরু দিকে দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছিলো নিয়ামুল মুক্তা পরিচালিত সিনেমা ‘কাঠবিড়ালি’। ব্যবসাসফল না হলেও দর্শক মনে সাড়া জাগিয়ে বেশ প্রশংসায় ভেসেছে সিনেমাটি।
সিনেমাটি এখনও যারা দেখতে পারেননি তাদের জন্য এলো সুখবর। আগামী ২৪ এপ্রিল থেকে সিনেমাটি দেখা যাবে ভারতের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ‘হইচই’ এ। এমন তথ্য নিশ্চিত করে সিনেমাটির পরিচালক নিয়ামুল মুক্তা।
এ নির্মাতা জানিয়েছেন, দর্শকদের ভালবাসায় আমরা এতদূর এসেছি। আশা করছি দর্শকরা ডিজিটাল প্ল্যাটফর্মেও সিনেমাটি আগ্রহ নিয়ে দেখবেন। এছাড়া আগামী যেকোনো ঈদে সিনেমাটি টেলিভিশনে মুক্তির পরিকল্পনা আছে আমাদের।
তাসনিমুল তাজের চিত্রনাট্য এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০১৭ সালের ২ মার্চ।
চিলেকোঠা ফিল্মস’র ব্যানারে নির্মিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর। এর বাইরে আরও অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান।
Average Rating
আরো খবর
সিনেমার জন্য সেন্সর পাশ লাগে, ওয়াজের ক্ষেত্রে বিধান কি?
কোরআন পড়েন, আল্লাহকে ডাকেন – নিশো
ভালোবাসার একাল-সেকাল