
আশরাফুল ইসলাম : সারাদেশ ব্যাপী হেফাজত ইসলামের পক্ষ থেকে হরতাল ও নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউপি চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোঃ কাজিম উদ্দিন খানের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
রবিবার (২৮ মার্চ) সকালে ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর থেকে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করা হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কাজিম উদ্দিন খান বলেন, হরতালের নামে যারা জ্বালাও পুড়াও করে। তাদের প্রতিহত করার জন্য আমরা মাঠে আছি। এদেশে আমরা নৈরাজ্য সৃষ্টি করতে দিব না।
তিনি আরও বলেন, জামাত শিবির ও হেফাজতে ইসলাম দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে এবং বিএনপির অপশক্তিকে বাস্তবায়ন করতে হরতালের ডাক দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড মেম্বার মোঃ সরোয়ার মোল্লা, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড মেম্বার মোঃ আবু সাঈদ খান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বাহাদুর রহমান, রোয়াইল ইউনিয়ন যুবলীগ নেতা সালমানুর রহমান শুভ, সুজন মাহমুদ, মোঃ বাদল খান, মোঃ ওয়াজেদ আলী সুমন, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বাবু সহ প্রমূখ।
Average Rating
আরো খবর
২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৫২ জনের, নতুন আক্রান্ত ৭০৭৫
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরও ২১ জনের মরদেহ উদ্ধার
৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা