
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতেও দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতা মালি, ঢুলি, মুছিসহ নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন। ঘরে বসে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। এসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্জ ডা. মুরাদ হাসান।
তবে লোকসমাগম নয়, গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছেন তিনি। সোমবার গভীর রাতে উপজেলা প্রশাসনের সহোযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান এবং ৫ নং ইউপি চেয়ারম্যান ।
এসময় সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুচিপাড়া গ্রাম থেকে শুরু করে ইউনিয়নের প্রায় ৫ শতাধিক দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতা মালি, মুচি ও ঢুলিসহ নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়।
Average Rating
আরো খবর
বিএনপি দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অহেতুক সমালোচনা করছে : সেতুমন্ত্রী
করোনাভাইরাস দেশের ভঙ্গুর শাসনব্যবস্থা দেখিয়ে দিয়েছে: ফখরুল
দেশের প্রতি মানুষের ভালবাসা এবং ঐক্যতাই পারে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে