
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নিজাম উদ্দিন (৪২) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন।
নিজাম ফেনীর সদর থানার দেবীপুর এলাকার ফজলের রহমানের ছেলে। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মারা যান তিনি।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শফিকুল ইসলাম জানান, হত্যা মামলায় ২০০৮ সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন নিজাম উদ্দিন। পরে উচ্চ আদালতে আপিল করলে তার সাজা মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি।
শফিকুল ইসলাম জানান, অসুস্থ হওয়ার পর নিজাম উদ্দিনকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
Average Rating
আরো খবর
২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৫২ জনের, নতুন আক্রান্ত ৭০৭৫
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরও ২১ জনের মরদেহ উদ্ধার
৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা