
চট্টগ্রাম মহানগরে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত হলো ১৬ জন । এবং মৃত্যু ১জন। চট্টগ্রাম মহানগরে গত ২৪ ঘন্টায় ২৪৩ টি নমুনা পরিক্ষা করা হয় যার মধ্যে ১৬ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে ১৩জন পুরুষ এবং ৩জন নারী । বয়সের দিক থেকে ২১-৩০ এর মধ্যে ৫ জন ৩১-৪০ এর মধ্যে ৪ জন ৪১-৫০ এর মধ্যে ৫ জন ৫১-৬০ এর মধ্যে ১ জন এবং ৬০ উর্ধ্বে ১ জন রয়েছে।
পূর্বের সকল করোনা আক্রান্তের রেকর্ড ভাঙলো গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা। পূর্বে করোনা আক্রান্ত ছিল ৮৬ জন এবং নতুন আক্রান্ত নিয়ে এর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে। নতুন আক্রান্তের মধ্যে ১ জন মৃত্যু বরণ করেন নিজ বাসায়। তার নমুনা পরিক্ষার ফলাফল মৃত্যুর পর প্রকাশ হয় । এছাড়া সুস্থ হয়েছে ২জন। এ নিয়ে সুস্থ হয়েছে মোট ২৪জন। আইসোলেশনে রয়েছে ৭২জন এবং হোমকোয়ারেন্ট্যানে রয়েছে ১৯২ জন।
এছাড়া চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে থেকে অনুরোধ করা হয় জনসাধারণ কে নিজ নিজ গৃহে অবস্থান করার এবং বাজার কিংবা শপিংমলে সামাজিক দুরত্ব বজায় রাখার।
নিজস্ব প্রতিবেদক- চোধুরী মাসাবি
Average Rating
আরো খবর
আশুলিয়ায় জুয়ার আসর থেকে ৫জুয়াড়ি
ধামরাইয়ে আওয়ামীগের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
চূড়ান্ত পরীক্ষা নিবে কুবি