ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই অংশটি বর্তমানে যাত্রীদের জন্য মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কারণ, মহাসড়কের এই অংশে অধিকাংশ সড়কবাতি দীর্ঘদিন ধরে নিভে আছে। বিশেষ করে কচমচ থেকে নবীনগরের নিরিবিলি পর্যন্ত সড়কের বড় একটি অংশ রাতের বেলা অন্ধকারে ঢেকে থাকে, যা যাত্রীদের চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

ইসলামপুর-নয়ারহাট এলাকায় বংশী নদীর উপর নতুন নির্মিত সেতুর চারটি বাতিও বর্তমানে নষ্ট হয়ে আছে। শিল্পসমৃদ্ধ এই অঞ্চলে সড়কবাতি না থাকায় নিরাপত্তার হুমকি আশঙ্কাজনক হারে বেড়েছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, রাতের আঁধারে চোরচক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা বৈদ্যুতিক তার, ফুট ওভারব্রিজের টিন এবং সেতুর এসএস পাইপ (রেলিং) কেটে নিয়ে গেছে। বিশেষ করে নয়ারহাট সেতুর বেশ কয়েকটি অংশ থেকে রেলিং চুরি হয়ে গেছে, যা ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

এই পরিস্থিতিতে কর্মস্থল থেকে রাতের বেলা বাড়ি ফেরা মানুষদের ব্রিজ পার হতে হয় চরম সতর্কতার সঙ্গে। বাতিগুলো নষ্ট থাকায় অনেকেই আতঙ্কের মধ্যে চলাফেরা করেন, দুর্ঘটনার আশঙ্কা মাথায় নিয়ে।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে নবীনগরের নিরিবিলি বাসস্ট্যান্ড থেকে ধামরাইয়ের কচমচ পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকায় মহাসড়কের কোথাও চার লেন, আবার কোথাও ছয় লেনে উন্নীত করা হয়। এ সড়কে ইসলামপুর-নয়ারহাট এলাকায় বংশী নদীর উপর একটি নতুন সেতুসহ মোট চারটি সেতু রয়েছে।

চুরি ও বাতি নষ্ট হওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে।