শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। পর্তুগালের ক্লাব বেনফিকার সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হয়ে গেছে এই মহাতারকার। তার সাথে নতুন করে আর চুক্তি নবায়ন করেননি ক্লাবটি। তবে, সিজন শেষ হয়ে গেলেও ক্লাব বিশ্বকাপে ডি মারিয়াকে দেখা যাবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব বিশ্বকাপ শেষ করেই নিজের জন্মস্থানের ক্লাব পাড়ি দিবে ডি মারিয়া।

ইউরোপে দীর্ঘ ১৮ বছেরের যাত্রা এখানে শেষ তার। এই ১৮ বছরে খেলেছেন বড় বড় ক্লাব গুলোতে। ক্যারিয়ারের শুরুতে রোজারিও সেন্ট্রালে যোগ দেন তিনি। যুব দলে খেলার পর সিনিয়র দলে ২ মৌসুম কাঁটানোর পর ২০০৭ সালে বেনফিকাতে যোগ দেন মারিয়া।

বেনফিকা থেকে পাড়ি জমান স্পেনে। সেখানে খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে। জিতেছেন অসংখ্য শিরোপা ও। তার মধ্যে ২০১৩ – ১৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ অন্যতম। রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তারপর, পিএসজি, জুভেন্টাস, আবারো বেনফিকা তে খেলে অবশেষে নিজের জন্মস্থানে ফিরে গেলেন তিনি।

তবে বেনফিকার হয়ে আগামী মাসে আমেরিকায় শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে খেলবেন ডি মারিয়া। এরপর রোজারিও সেন্ট্রালে যোগ দেবেন আর্জেন্টিনার এই তারকা।পর্তুগিজ ক্লাবটি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে, ক্লাব বিশ্বকাপে খেলছেন ডি মারিয়া।