বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক পদ বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর ফলে বিসিবির সভাপতির দায়িত্ব পালনের যোগ্যতাও হারিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনএসসি এই সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়, ক্রিকেট বোর্ডের আটজন পরিচালকের অনাস্থা প্রস্তাব এবং বিপিএল সংক্রান্ত সত্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিসিবির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর আগস্টে সরকার পরিবর্তনের পর এনএসসির মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক নির্বাচিত হন ফারুক আহমেদ। পরবর্তীতে সেই পরিচালক পদ থেকেই বোর্ড সভায় সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি। তবে গঠনতন্ত্র অনুযায়ী, বিসিবির সভাপতি হওয়ার জন্য একজন পরিচালকের পদে থাকা আবশ্যক। কিন্তু এবার সেই পরিচালক পদই বাতিল হওয়ায় সভাপতির দায়িত্বে থাকার আর কোনো সুযোগ থাকছে না ফারুকের। এ সিদ্ধান্তের ফলে বোর্ডের নেতৃত্বে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।