বিশ্বখ্যাত রক সংগীতশিল্পী, গিটারিস্ট ও প্রযোজক রিক ডেরিঞ্জার আর নেই। ২০২৫ সালের ২৬ মে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরমন্ড বিচে তিনি ৭৭ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগ ও ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। কিছুদিন আগে তার ট্রিপল বাইপাস সার্জারি হয়। মৃত্যুকালে স্ত্রী জেন্ডা ডেরিঞ্জার ও এক ঘনিষ্ঠ বন্ধু তার পাশে ছিলেন।

রিক ডেরিঞ্জারের প্রকৃত নাম রিচার্ড ডিন জেহরিঞ্জার। ১৯৪৭ সালের ৫ আগস্ট ওহাইওতে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে “The McCoys” ব্যান্ডের সদস্য হিসেবে “Hang On Sloopy” গান দিয়ে সংগীতজগতে প্রবেশ করেন, যা ১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০ চার্টে প্রথম স্থান দখল করে।
তার একক ক্যারিয়ারে ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত “Rock and Roll, Hoochie Koo” গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এ গান পরবর্তীতে “Dazed and Confused” ও “Stranger Things”-এর মতো জনপ্রিয় প্রোডাকশনে ব্যবহৃত হয়। শুধু পারফর্মার হিসেবে নয়, ডেরিঞ্জার সফল ছিলেন প্রযোজক হিসেবেও। তিনি সিন্ডি লপার, রিংগো স্টার, স্টিলি ড্যানসহ বহু তারকার সঙ্গে কাজ করেন এবং “Weird Al” Yankovic-এর ছয়টি অ্যালবাম প্রযোজনা করে গ্র্যামিও জেতেন।

তার তৈরি “Real American” গানটি হাল্ক হোগানের থিম সং হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং মার্কিন সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ অবস্থান গড়ে তোলে।

২০২৪ সালে স্ত্রী জেন্ডার সঙ্গে যৌথভাবে প্রকাশ করেন ৫০ গানের বিশেষ অ্যালবাম My Double Gold Life, যা তার দীর্ঘ সংগীতজীবনের স্মারক হিসেবে বিবেচিত। রিক ডেরিঞ্জারের মৃত্যুতে রক সংগীত হারাল এক অগ্রপথিককে। তাঁর সৃষ্টি অনন্তকাল বেঁচে থাকবে শ্রোতাদের হৃদয়ে। বিদায়, রক অ্যান্ড রোলের উজ্জ্বল নক্ষত্র।