আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর থেকেই জয় খরায় বাংলাদেশ। টানা তিন ম্যাচে হার, সঙ্গে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার। সেই ব্যর্থতার ধারাবাহিকতা এবার পাকিস্তানের বিপক্ষেও। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০২ রানের লক্ষ্য তাড়ায় ৭২ রানে হেরে গেছে লিটন দাসের বাংলাদেশ।

ম্যাচ শেষে হতাশ অধিনায়ক বললেন, “হ্যাঁ, অবশ্যই (হতাশাজনক)। ম্যাচজুড়ে আমরা ভালো ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং—কোনোটিই করতে পারিনি। আমি বেশি কিছু বলছি না, তবে আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। সামনে এখনো দুটি ম্যাচ আছে।”

২০২ রানের লক্ষ্য তাড়া সম্ভব ছিল কি না—উপস্থাপকের এমন প্রশ্নে লিটনের উত্তর, “আমি নিশ্চিত, এই মাঠে ২০০ রান তাড়া করা সম্ভব ছিল। কারণ, এই মাঠ খুবই গতিময়, উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ। কিন্তু আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।”

তবে শুধু ব্যাটিং নয়, বোলিং-ফিল্ডিংয়েও একই চিত্র। কখনো ব্যাটিং ভালো, তো বোলিং খারাপ—ধারাবাহিকতা নেই কোনো বিভাগেই।

এ প্রসঙ্গে লিটন দাস বলেন, “হ্যাঁ, অবশ্যই ধারাবাহিকতা দরকার। শুধু ব্যাটিং-বোলিং নয়, আমাদের ফিল্ডিংয়েও উন্নতি করতে হবে। এই ধরনের গতিময় খেলায় ভালো ফিল্ডিং অপরিহার্য। আমরা এখন সেটা করতে পারছি না।”

তিনি যোগ করেন,” শুধু অনুশীলন করলেই হবে না; আমাদের মানসিকতার দিক থেকেও পরিবর্তন আনতে হবে। আমার মনে হয়, ক্রিকেট শুধু শারীরিক অনুশীলনের খেলা নয়। আমাদের চিন্তাভাবনার জায়গা থেকেও উন্নতি করতে হবে এবং মাঠে সেটা বাস্তবায়ন করতে হবে।”