চার ম্যাচ ধরে জয়খরায় ভোগার পর অবশেষে জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। আজ মেজর লিগ সকারে (MLS) কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। দলের পক্ষে জোড়া গোল করেছেন দুই তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।

প্রথমার্ধে ম্যাচের ২৭ মিনিটে গোল করে মায়ামিকে এগিয়ে দেন মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটটি গোলকিপার শত চেষ্টা করেও ঠেকাতে পারেননি। বলটি পোস্ট ঘেঁষে সোজা জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে আবারও মেসির ছোঁয়া থেকে আসে গোল। তাঁর বাড়ানো বল ফাঁকা পোস্টে অনায়াসে জালে ঠেলে দেন সুয়ারেজ। এর ঠিক তিন মিনিট পর আবারও গোল করেন সুয়ারেজ, ম্যাচে মায়ামির ব্যবধান দাঁড়ায় ৩-০।

মন্ট্রিয়ল, যারা তাদের সর্বশেষ ১৫ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে, ৭৪ মিনিটে একটি গোল শোধ দেয়। তবে ৮৭ মিনিটে মেসির দ্বিতীয় গোল স্কোরলাইন করে ৪-১। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+২ মিনিটে) মন্ট্রিয়লের হয়ে ভিক্টর লুটোরি দ্বিতীয় গোলটি করেন, যা ব্যবধানই শুধু কমাতে পেরেছে।

ম্যাচ শেষে সুয়ারেজ বলেন,
‘বাজে ফলের দায় আমাদের নিতে হবে। এখন সময় নিজেদের শুধরে নিয়ে আত্মবিশ্বাস ফেরানো। এই জয়ের মাহাত্ম্য অনেক। আমরা এ ধরনের ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে চাই।’

এই জয়ে মায়ামি ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে উঠে এসেছে ছয় নম্বরে। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া। অন্যদিকে, ১৬ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে তলানিতে রয়েছে মন্ট্রিয়ল।