সময় যতো ঘনিয়ে আসছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনা যেনো বেড়েই চলেছে। কারিগরি নানান জটিলতার কারণে দুইদিন পর সোমবার (২৬ মে) রাত ১০ টা থেকে আবারো অনলাইনে ক্লাব হাউজ-২ ও নর্থ-ওয়েস্ট গ্যালারির টিকিট বিক্রি শুরু হয়। রাত পোহাতেই আজ (২৭ মে) বাফুফে জানালা, বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট সোল্ড আউট। ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় থাকবে ভ্রাম্যমান আদালত নকল টিকেট পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

গতকাল এক সংবাদ বিবৃতিতে বাফুফে জানিয়েছিল, সোমবার (২৬ মে) রাত ১০টায় শুরু হবে ক্লাব হাউজ-২ ও নর্থ-ওয়েস্ট গ্যালারির টিকিট বিক্রি। পূর্ব পাশের টিকিট পাওয়া যাবে খুব শীঘ্রই। তবে আজ মঙ্গলবার (২৭ মে) দুপুর নাগাদ টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সাধারণ দর্শকদের জন্য ম্যাচের কোনো টিকিট ই অবশিষ্ট নেই।

এই ম্যাচ টিকিট বিক্রি হওয়ার কথা ছিলো ২৪ মে দুপুর ১২ টা থেকে। পরবর্তীতে সময় বাড়িয়ে রাত ৮ টাই শুরু হওয়ার তথ্য প্রকাশ করে বাফুফে৷ এরপর আরো এক বিজ্ঞপ্তিতে বাফুফে ক্ষমা ঘোষণা করে এক বিবৃতিতে জানান, সাইবার আক্রমণের কারণে টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে। শিগগিরই টিকিট বিক্রি শুরুর নতুন সময়ের কথাও জানায় বাফুফে। 

সোমবার রাত ১০টার পর শুরু হয় টিকিট বিক্রি। তবে এবার আর কোনো ভোগান্তিতে পড়তে হয়নি দর্শকদের। সহজেই টিকিট কাঁটতে পেরেছে বলে জানা যায়। আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। হামজা চৌধুরীর সঙ্গে এই ম্যাচে খেলার কথা রয়েছে সামিত সোম এবং ফাহমেদুল ইসলামের।