
দেশের রাজনৈতিক তালমাটাল ও পরিস্থিতির শিকার হয়ে গত বছরের অক্টোবর থেকে জাতীয় দলের বাহিরে আছেন সাকিব আল হাসান। সাউথ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলে বিদায় নিতে চাইলেও শেষ অব্দি তা আর হয়নি। চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডেও জায়গা পাননি।
একের পর এক সিরিজে সাকিবের না থাকায় অনেকে ধরে নিয়েছেন যে, জাতীয় দলের জার্সিতে হয়তোবা সাকিবকে আর দেখা যাবে না সম্ভবত! তবে সে শঙ্কার মধ্যে আশার আলো দেখালেন বিসিবি। বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, জাতীয় দলে ফেরার দরজা এখনও খোলা রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য।
সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে শেষ দিকে এসে লাহোরের হয়ে ডাক পান সাকিব। প্রায় ৬ সপ্তাহ পর ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। তার আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে নিজের বোলিং অ্যাকশন বৈধতার স্বীকৃতি পান। এর আগে তার অ্যাকশনকে অবৈধ ঘোষণা করেছিল ইসিবি।
বাংলাদেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। সেই সিরিজ চলাকালীন তিনি নিজেই বলেন। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন। টি-টোয়েন্টিও আর খেলবেন না বলে জানান। তবে রাজনৈতিক কারণে দেশে আর ফিরতে পারেননি এই অল-রাউন্ডার।
পরিচালক ইফতেখার রহমান বলেন, ‘সাকিব সবসময় নির্বাচকদের বিবেচনায় থাকবেন। তিনি একজন বিশ্বমানের ক্রিকেটার এবং দলের জন্য বড় সম্পদ। বোলিং অ্যাকশন সংশোধন করে ফেরার পর টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই তাকে পর্যবেক্ষণে রাখবে।
তিনি আরও বলেন, ‘সাকিবের সঙ্গে বিসিবির সম্পর্ক শেষ হয়ে যায়নি। সে নিষেধাজ্ঞা কাটিয়ে মাত্র কিছু ম্যাচ খেলেছে। আরও কয়েকটি ম্যাচ খেললে তার ফর্ম ও ফিটনেস দেখে আমরা স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারব।’
বর্তমানে ক্রিকেটের অবস্থা খুব বাজে পরিস্থিতির মধ্যে আছে। সাকিবকে আবারো দেশের জার্সি পরে মাঠে দেখা যাবে কিনা, সেটা সম্ভবত সময় ই বলে দিবে।