
পিএসএল যাত্রা অবশেষে শেষ হলো। ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে গত ৪ সিজনের মধ্যে ৩য় শিরোপা ঘরে তুললো সাকিব রিশাদদের লাহোর কালান্দার্স।
রবিবার (২৫ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিধান্ত নেয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। শুরুটা ভালো না হলেও হাসান নাওয়াজের দুর্দান্ত হাফ-সেঞ্চুরি ও শেষদিকে ফাহিম আশরাফের ক্যামিওতে ২০০ রান পার করে কোয়েটা। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৯ উইকেটে ২০১ রান সংগ্রহ করে কোয়েটাব।
লাহোরের হয়ে সর্বাধিক ৩ উইকেট শিকার করেন ৩ উইকেট। সালমান মির্জা ও হারিস রউফ শিকার করেন ২ টি উইকেট। রিশাদ ও রাজাও আদায় করেন ১ টি করে উইকেট।
২০২ রানের লক্ষ্যে ইনিংসের ১ বল বাকি থাকতেই নিজেদের ৩য় শিরোপা জিতে লাহোর। ইনিংসের শুরুতে লাহোরকে ভালো শুরু এনে দিয়েছিলেন ফখর জামান ও মুহাম্মদ নাইম। তবে ইনিংসের চতুর্থ ওভারে ডানহাতি স্পিনার আবরার আহমেদের ফলে সুইপ করতে গিয়ে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন ফখর।
২য় উইকেটে আব্দুল্লাহ শফিককে নিয়ে জুটি গড়তে থাকে নাইম। নাইম খেলেন ২৭ বলে ৪৬ রান,যেখানে ছিলো ৬ ছক্কা ও ১ চার। ফাহিম আশরাফের বলে আভিস্কা ফার্নান্দোকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনিও। দলীয় রান ১০০ পার হওয়ার পর সাজঘরে ফিরেন শফিক নিজেও। শফিকের ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৪১ রান।
এরপর ১৪ রান করে মোহাম্মদ আমিরের বলে আউট হন ভানুকা রাজাপাকশে। তারপর দায়িত্ব নিয়ে নিজেদের শেষ কাজটি করেন সিকান্দার রাজা ও কুশল পেরেরা৷