মেজর লিগ সকারে টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর আজকের ম্যাচ জিততেই চেয়েছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে মেসি জানিয়েছিলেন, নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চান তারা। কিন্তু মাঠের চিত্র ছিল ভিন্ন। জয় অধরাই থেকে গেল মেসি বাহিনীর।

ফিলাডেলফিয়ার মাঠ সুবারো পার্কে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। ম্যাচের ৮৬তম মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে ছিল দলটি। ঠিক সেই সময় এক ফ্রি-কিকের সুযোগ পায় মায়ামি। আর সেই সুযোগটিকেই দুর্দান্তভাবে কাজে লাগান লিওনেল মেসি। বক্সের বাইরে থেকে বাঁ দিকের কোনা ঘেঁষে নেওয়া শট ফিলাডেলফিয়া গোলরক্ষক ভিনসেন্ট রিকের হাতে লেগে জালে জড়ায়। মেসির সেই অসাধারণ গোলেই ব্যবধান কমে আসে ৩-২-তে।

গোলের পর নতুন করে উজ্জীবিত হয় মায়ামির খেলোয়াড়রা। যোগ করা সময়ের শেষ দিকে তেলাসকো সেগোভিয়া গোল করে মায়ামিকে এনে দেন সমতা। শেষ মুহূর্তের এই নাটকীয় গোলে হারের মুখ থেকে বেঁচে যায় ইন্টার মায়ামি, ম্যাচটি শেষ হয় ৩-৩ গোলের ড্রয়ে।

তবে লিগে টানা চার ম্যাচ জয়হীন থাকার হতাশা রয়েই গেল মায়ামির। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় এখন ১৪ ম্যাচে ৬ জয়, ৫ ড্র ও ৩ হারে ২৩ পয়েন্ট নিয়ে তারা আছে ৬ নম্বরে। এক ম্যাচ বেশি খেলে ফিলাডেলফিয়া ৩০ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।