
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলেছে অ্যাস্টন ভিলা। টটেনহ্যাম’কে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের অংশ নেওয়ার জায়গাটা কিছুটা হলেও পাকাপোক্ত করেছে ভিলা। জয়ে পেলেও সবার আলোচনায় ছিলো জানান অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কান্নার উপর। কান্নার কারণ, চলতি মৌসুম শেষেই ভিলা পার্ক ছাড়ছেন এই গোলরক্ষক।
অ্যাস্টন ভিলার গোলবারে মার্টিনেজ ভালো করলেও কিছু খারাপ ম্যাচও গেছে তার। চলতি চ্যাম্পিয়নস লিগে কোয়াটার ফাইনালে নিজের সেরা পারফরম্যান্স না দেওয়ার কারণে বাদ পরে তার দল। বেশ কিছু ভুলের কারণে কোচ উনাই এমেরির সমর্থন হারান এমি।
তারপরেই মার্টিনিজের অ্যাস্টন ভিলা ছাড়ার খবর শুনা যায়। অবশেষে সেই গুঞ্জন এইবার সত্য প্রমাণিত হলো। চলতি মৌসুম শেষেই ভিলার হয়ে আর খেলতে দেখা যাবে না তাকে। সৌদি আরব থেকেও এমি মার্টিনেজের জন্য বিশেষ প্রস্তাব দেওয়া হয়, এমন খবর প্রকাশ করে ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যম। এছাড়া ইউরোপের দুটি ক্লাব ও তাকে দলে নিতে আগ্রহী প্রকাশ করেছে।
ইতিমধ্যেই এমি মার্টিনেজ সৌদির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে৷ মার্টিনেজ ২০২৬ বিশ্বকাপ লক্ষ্য ধরে ইউরোপে থেকে যেতে চান। তবে সে কোন ক্লাবে যাবে, এখনো তা অনিশ্চিত। অ্যাস্টন ভিলার সঙ্গে তার ২০২৯ মৌসুম পর্যন্ত চুক্তি আছে। তার বর্তমান বাজারদর ২৫ মিলিয়ন ইউরো।
অ্যাস্টন ভিলা এমির বিকল্প হিসেবে এস্পানিওয়ের ২৪ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক জোয়াও গার্সিয়াকে দলে নেওয়ার চেষ্টা করছে। তার বাজার দর ২০ মিলিয়ন ইউরো। তবে আগামী জুনে স্পেন জাতীয় দলে ডাক পেলে বাজারদর বেড়ে হতে পারে ২৫ মিলিয়ন ইউরো। এছাড়া রিয়াল মাদ্রিদের গোলরক্ষক আন্দ্রে লুনিনের চোখ রাখছেন অ্যাস্টন ভিল্লা কোচ উনাই এমেরি। লুনিন রিয়ালের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক।