সাকিব আল হাসানকে সাথে নিয়েই পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ। দলে ফিরেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

সাকিব আল হাসান দলে থাকবেন কি থাকবেন না? এটা নিয়ে শুরু হয়েছিলো জল্পনা কল্পনা ও অনিশ্চয়তা। অবশেষে সেই অনিশ্চয়তা দূর হলো। পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজ জুড়েই থাকবেন সাকিব। গত ৫ আগস্ট পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। মাগুরা ১ আসনের এমপি ও ছিলেন তিনি। তবে গ্লোবাল টি২০ লিগ খেলে সরাসরি ঢাকায় না এসে সরাসরি পাকিস্তানে দলের সাথে যোগ দিবেন সাকিব। সব জল্পনা শেষে সাকিবকে নিয়েই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ।

সিনিয়র জুনিয়র নির্ভর দল নিয়েই পাকিস্তান সফর করবে বাংলাদেশ৷ দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড :

নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার, মুশফিকুর রহিম, মমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।